(১) তোমার আমার প্রেম-২
তোমাকে যে এত ভালবাসি তার প্রমাণ কি? তার প্রমাণ ঐ পাশের টবের গোলাপ ফুল সেটি আমি খুব যতন করে রেখেছি।
তুমি আগমামীকাল আবার নতুন করে এসো আবার একটি নতুন ফুল নতুন করে রোপন করব।
(২) নাম
তুমি তো এমন যার কোন নাম নেই।
তুমি প্রথম নাম নিয়েছ কবিতা সেটি মুছে গিয়েছে।
২য় নাম নিয়েছ সবিতা সেটিও মুছে গিয়েছে।
৩য় নাম নিয়েছ ববিতা সেটিও মুছে গিয়েছে।
তোমার নতুন নাম নেওয়া উচিত।
( ৩) গোলাপ ফুল
গোলাপ ফুল ভালবাসেনা এমন লোক পাওয়া যাবেনা।
কামাল, করিম, মুসোলিনী সবাই গোলাপ ফুল ভালবাসতেন।
কামালতো একদিন গোলাপ ফুল ছুঁড়ে বলেছিলেন, গোলাপ ফুল ছুঁড়লাম কেন এটি আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ।
এসো আমরা সবাই আরো বেশি বেশি করে গোলাপ ফুল ভালবাসি যাতে আমাদের চিত্ত আরো হরষিত হয়।