নিশ্চয়ই ফুলটি অনেক সুন্দর ছিল।
সেদিন তোমার কি নাম ছিল জানতে বড় ইচ্ছে করে।
তুমি যদি আমার হও আমি চাঁদের দেশে বেড়াতে যাব।
সেদিনটি যেন অবশ্যই আসে।
আজ যা সুন্দর কাল তা সুন্দর নয়, কাল যা সুন্দর পরশু তা সুন্দর নয়। তুমি সুন্দর চিরদিন।
ভাবছি তোমাকে নিয়ে একটি কবিতা লিখব। সে কবিতা পড়ে ক্লিওপেট্রাও হাসবেন।
ক্লিওপেট্রা মরার আগে বলেছিলেন, আমাকে কেউ ভালবাসেনি, কারন যে ভালবাসা আমি পেয়েছি সে ভালবাসায় আমি তৃপ্ত নই।আমি তোমাকে এমন ভালবাসা দেব যে ভালবাসার কোন শেষ নেই।
তুমি কখনো ফুল দেখেছিলে বল।নিশ্চয়ই সবচেয়ে সুন্দর ফুলটি ভালবেসেছিলে।
সে ফুলটি তোমাকে কে দিয়েছিল বল।
আমি যদি না দিয়ে থাকি আমার যেন মরন হয়।