(১) তোমাকে ছুঁলে পরে
সবাই যেভাবে হাসে তুমি সেভাবে হাসনা। একবার যদি হাসতে কতইনা ভাল লাগত।
একবার হেসে দেখ অশেষ আনন্দ পাবে।
(২) চাঁদ সুরুজ আর গ্রহ তারা
চাঁদ সুরুজ আর গ্রহ তারা - এ তিনকে ভালবাসি। এ তিনকে বলি, তুমি আমার।
এ তিন যদি না থাকত আমি কি করতাম? আমি অথৈ সাগরে ডুবে মরতাম।
এ তিনকে দেখে দেখে আমি ছবি আঁকতে শিখেছি। সে ছবি বড় সুন্দর।
চাঁদ সুরুজ আর গ্রহ তারা - তোমরা হাসতে থাক, তোমাদের দেখে দেখে মাধুরি দীক্ষিত আবার হাসতে শিখবেন।
চাঁদ সুরুজ আর গ্রহ তারা - তোমরা বসে থাক। আমি তোমাদের একটি ছবি তুলি।সে ছবি আসমানে টাঙ্গিয়ে দেওয়া হবে।
চাঁদ সুরুজ আর গ্রহ তারা তোমরা তিন দিন তিন রাত না খেয়ে থাক। সে কাহিনী পৃথিবী ছেয়ে যাক।
চাঁদ সুরুজ আর গ্রহ তারা তোমরা নতুন নাম নাও।সে নামে নোবেল পুরষ্কার প্রবর্তিত হোক।
চাঁদ সুরুজ আর গ্রহ তারা এ তিন একদিন শাপলাকে একটি ফুল দিয়েছিল।সে ফুল আজ পৃথিবীর ঘরে ঘরে শোভা পাচ্ছে।
চাঁদ সুরুজ আর গ্রহ তারা এ তিনকে কি করতে হয়? এ তিনকে লুভর মিউজিয়ামে জমা রাখতে হয়।এমন একটি লুভর কোথায় পাব?