হে খোদা প্রেমময়, আমাকে প্রেম দাও।প্রেম দিতে দিতে ভরিয়ে তোল।তোমার প্রেমের জন্যই তো আজ আমি এখানে : ভাত খাই, কাপড় কাচি, নতুন নতুন নিদ্রা যাই।তুমি প্রেম দাও বলেই তো গাছে ফুল ফোটে, নদীতে মাছ ঝরে, আকাশে ঝর্ণা ছোটে, হয়না এমন কিছু নাই।তোমার প্রেমের কোন অন্ত নাই, সে প্রেম কখনও আগুন আমাকে আঘাত করে, আবার কখনও পানি হয়ে আমাকে প্রচন্ড বর্ষায় ভিজিয়ে দেয়।তোমার প্রেমের জন্য বসে থাকে চাতক পাখি।সে প্রেম পেয়ে ছুটে চলে অনন্তের পানে।তুমি প্রেম দাও বলেই তো আজকের আকাশ এত সুন্দর,, মোহময়, যা কাল ছিল প্রচন্ড ঝাঁঝালো খড়কুটাময়।তোমার প্রেমের আশা কে না করে! সাড়ে সাত হাজার ফুট পানির নীচে গর্তও করে, সেখানে লুকায়িত থাকে সাপ সে পানি টেনে খায়।তোমার প্রেমের কোন অন্ত নাই, এ ইশ্বর, অবিনশ্বর, অবিনাশী। তাইতো বলছি প্রেম দাও, প্রেম দিতে দিতে ভরিয়ে তোল। তুমি প্রেম দাও বলেইতো খাই দাই ঘুমাই ঘুমের মধ্যে স্বপ্ন দেখি।তাহলে প্রেম দিচ্ছনা কেন! প্রেম দিতে দিতে ভরিয়ে তোল আমার এ জীবন, আমি যেন ঘুমের মধ্যে স্বপ্ন দেখি, আর স্বপ্ন দেখতে দেখতে তোমাকে ডাকতে থাকি।
প্রেমের সুধা মধুময় তা কি তুমি জাননা! অবশ্যই জান।তাহলে প্রেম দিচ্ছনা কেন! তোমার প্রেমের সুধা ছড়িয়ে পড়ুক শহর নগর গ্রাম গঞ্জ, পত্নীতলা সর্বত্র। তুমি অনন্ত, প্রেমময় এ কথা প্রমাণ কর।