যে পাখি উড়ে চলে তার দুঃখ কি?
তার দুঃখ সে 'হাওয়াই দ্বীপ' দেখতে পেলনা।
আমি 'হাওয়াই দ্বীপ ' দেখব।
আমার কি নাম হবে?
★ মা
আজ পৃথিবীর বয়স ৮৮ বছর।
আজ পৃথিবী তার মাকে চিনেছে।
মা তুমি আর এত সকাল সকাল ঘুম থেকে উঠোনা।
তুমি ভাল করে ঘুম যাও, ভাল করে ; আমি একটু শান্তি পাই।
★ আকাশের দক্ষিণ তারা
তুমি সকাল হলেই আমাকে একটি ফুল দিয়ে যেও।
সে ফুলের নাম ভালবাসা।
সে ফুল আমি অনেক খুঁজেছি।
অবশেষে তোমার মাঝে পেলাম।
তোমাকে অনেক শুভেচ্ছা।