গোলাপ তুমি সুন্দর।এত সুন্দর যে তোমার কোন তুলনা নেই। তারপরও হাস বার বার হাস।এত বেশি হাস কেন?  একটু কম হাস।কম হাসা আমার পক্ষে সম্ভব নয়। কেন? লোকে খারাপ বলবে। তাহলে বেশিই হাস।

গোলাপ তুমি গতকাল  কি খেয়েছিলে? বাতাবী লেবু পাতা।আজ কি খেয়েছ?  বাতাবী লেবু পাতা।ভবিষ্যতে  কি খাবে?  বাতাবি লেবু পাতা।সারাক্ষণ শুধু বাতাবী লেবু পাতাই খাও? হ্যাঁ।আমায় একটু বাতাবী লেবু পাতা দাওনা?আর   নাইতো! গোলাপ তুমি আসলেই সুন্দর।