তোমাকে লাল গোলাপ এর শুভেচ্ছা। তুমি ভালো থেকো।আজ তোমার জন্মদিন আমি জানতামনা, জানলে অনেক আগেই লাল গোলাপ পাঠাতাম।এই ঐ দিন যে তোমাকে অনেকগুলো  লাল গোলাপ পাঠালাম সেগুলো কেমন আছে? সেগুলোতে পানি ঢাল?সেগুলো কেমন আছে আমাকে একটু জানাইওতো।

লাল গোলাপ দেখলে তুমি খুব হাস? জানতামনা, জানলে অনেক আগেই লাল গোলাপ পাঠাতাম।লাল গোলাপ ভারী খুব মিষ্টি হয়? জানতাম না জানলে অনেক  আগেই পাঠাতাম।

তোমার বাড়ির কার্নিশে অনেকগুলো লাল গোলাপ দেখছিলাম, ছবি তুলে পাঠিয়েতো।আচ্ছা লাল গোলাপ তো অনেক লাল হয়, সবচেয়ে সুন্দর গোলাপ কি? লাল গোলাপ এর শুভেচ্ছা জানিয়েছি এ তোমার দাদীকে বোলোনা।

লাল গোলাপ দেখতে খুব সুন্দর এ আমার মাও বোলতো।মা আজ নেই  মা থাকলে মাকেও পাঠাতাম।আচ্ছা তোমার মা লাল গোলাপ খুব ভালবাসে?  আগামী বর্ষায় পাঠিয়ে দেব।