পাখি আকাশে উড়ে। উড়তে উড়তে কোথায় যেন হারিয়ে যায়।একদিন বললাম, এই তুমি কই হারাও? এমন ঠিকানায় যেথার কোন ঠিকানা নেই। সেথা' হারাও কেন? সেথা হারাতে ভাল লাগে। আমাকে সাথে নিয়ে যাও? না নেওয়া যাবেনা, সেথা আরেক পাখি আছে। সে পাখি কি করে?  সারাক্ষণ শুধু গান করে। আমিও গান করব? না গান হবেনা।এখন পাখি কাঁদে, সারাক্ষণ শুধু কাঁদে; এ পাখি কি আমি কি করব?