সে ফুলটির নাম বল যেটি শুধু গন্ধ বিলায়।
সেটি তুমি।
আমি গন্ধ শুঁকি।
বলি, এমন ফুল কোথায় পাব!
যে শহরে ফুল ফুটে সে শহরে যাই।বলি তোমার কথা। বলে, ফুলটিকে ধন্যবাদ।
ফুলটি ছিল বলেই আছি, ফুলটি ছিল বলেই থাকব।বলি, ফুল' তুমি চিরদিন বেঁচে থাক।
আমার খাতায় একটি ফুল ফুটে। সেটি শামসুর রহমানের কবিতা। শামসুর রহমানের কবিতা আমি খুব ভালবাসি।
নন্দিত নায়িকা ডায়না তোমার কথা বলেছিলেন।আজ ডায়না নেই। তার কথা বেঁচে আছে।
ঘুমপাড়ানি গান আমায় শোনাও; আমি ঘুম যাই।বলি, এ ফুলটিই আমি খুঁজেছি।