যার যা কিছু সুন্দর সব তুমি। তুমি যেন কাশ্মীরের ফুল। আমি হাতে লই আর বলি এমন ফুল আর হয়না।
একদিন একরাত হাঁটলে ক্লান্তি লাগে। তোমাকে দেখলে আর ক্লান্তি লাগেনা।
চাঁদের বুড়ীকে প্রশ্ন করি সবচেয়ে সুন্দর কি? বলে, তাকে দেখ।
তুমি আছ বলেই আকাশটা এত নীল।সে বলে, তুমি আছ বলেই সে নীল।
তুমি ডায়নার হাতের বালা। তুমি ছিলে বলেই ডায়নাকে এত সুন্দর লাগত।
তোমাকে প্রথম দেখেছিল দান্তে। তোমাকে দেখেছিল বলে সে এত বড় কবি হয়েছিল।
তোমাকে একটি নাম দিয়েছিল মোনালিসা। সে বলে, আমার নামও এত সুন্দর নয়।
রক্তজবা হাসে আর বলে, সে যদি আমার থাকত আমার হাসি আরও সুন্দর হত।
যে কবিতা লেখা হয়নি সেটি তুমি। তুমি হাসলে আমি বলি, আমার কবিতা সবচেয়ে সুন্দর করে ফুটে উঠেছে।
চল চল কানাডা যাই।সেখান থেকে একটি ফুল নেব আর দেব। আর বলব, তুমি সুন্দর।