(১) সুরভীলতা
বলতো ফুল হাসে কিনা? হাসে।
বলতো পাখি হাসে কিনা? হাসে।
সবচেয়ে বেশি হাসে সুরভী।সেই সুরভী আমাকে ভালবাসে।
এ আমার কত বড় আনন্দের খবর তা কেমন করে বোঝাব।
(২) গোলাপ ফুল -৫
একটি ফুলকে ভালবাসি।
একটি ফুল দেখলে হাসি।
সেটি গোলাপ ফুল।
সেই গোলাপ ফুল কবে আমাকে বলবে ভালবাসি?