(১) সুরভী তুমি আমার ভালবাসা
আমি ভালবাসি ফুল, আমি ভালবাসি পাখি সবচেয়ে বেশি ভালবাসি সুরভীকে।
সেই সুরভী যদি আমাকে ভালবাসত।
সুরভী তুমি কি আমাকে ভালবাসবে
বাসব যদি তুমি আটলান্টিকের ওপারে একটি গোলাপ ফুল আছে সেটি এনে দাও।
তোমাকে কালই সেটি এনে দেওয়া হবে।
(২) গোলাপ ফুল তুমি আমার ভালবাসা
এই ১০০ বছরে একটি কথাই আমি জেনেছি, গোলাপ ফুল সবচেয়ে সুন্দর।
সেই গোলাপ ফুল কবে আমাকে ভালবাসবে?
গোলাপ ফুল আমাকে ভালবাসলে আমি পথের ধারে বেড়াতে যাব, একটি দিন আমার আনন্দে যাবে।
(৩) ভালবাসা শূন্য নদীর তীর
কাল ভালবেসেছি আজ ভালবাসিনা।
কেন?
আজ আকাশে তারা নেই।
আকাশে কখন তারা ফুটবে?
(৪) শুধু তোমাকেই চাই
সুন্দর ফুলটি সুন্দর নয়, সুন্দর হলে তুমি।
সেই তুমি কবে আমাকে ভালবাসবে?