(১) সুরঞ্জনা-৭

যখন ফুল হাসে তখন কেউ হাসেনা।
হাসে শুধু সুরঞ্জনা; কারন সুরঞ্জনাকে আমার অনেক ভাল লাগে।
সুরঞ্জনা তুমি বার বার হেসো যেন আমি তোমাকে নিয়ে প্রতিদিন কবিতা লিখতে পারি।

( ২) ভালবাসি

ভালবাসার নাম সুন্দর।
তাইতো ভালবাসাকে ভালবাসি।
ভালবাসা তুমি আরও সুন্দর নাম লও তোমাকে আরও বেশি ভালবাসব।

ভালবাসা তুমি এখন কি করবে?
আমি এখন ঘুমুতে যাব।
ঘুমুতে গিয়ে কি করবে?
আমি তোমার কথা ভাবব।
যাও ভাল করে ঘুমাও যেন তুমি আমার কথা বেশি করে ভাব।

ভালবাসা তোমার কি একদিন সময় হবে?  
কেন?
তোমাকে নিয়ে ঘুরব।
আমি আগামী শনিবার ফ্রী আছি।
আগামী শনিবার নিশ্চয়ই অনেক আনন্দ হবে।