আমার এ ছোট্ট জীবনে কত কি দেখেছি। দেখেছি পাহাড়, পর্বত, দেবদারু গাছ। কেউ আমাকে না বলেনি, সবাই হাঁ বলেছে।
শুধু না বলেছে সুনেত্রা। সেই সুনেত্রা আজ আসল; কি আনন্দ আমার । সুনেত্রা যদি এমনি করে প্রতিদিন আসত।
সুনেত্রাকে দেখে কলিম শরাফি বলেছিলেন, তুমি আমার গানের কলি হবে।সেই কলিম শরাফি আজ বিখ্যাত। আমিও সুনেত্রাকে ভালবাসব; বিখ্যাত হব।
সুনেত্রাকে দেখে মা বলেছেন, তুই যদি সুনেত্রাকে পাস তাহলে সবচেয়ে বড় পুরস্কারটি পাবি।আমি সুনেত্রাকে চাব, বড় পুরস্কারটি পাব।