(১) সুন্দর ফুল-১১
শ্রীলংকায় একটি ফুল আছে নাম 'সুন্দর '।
আমি একদিন দেখতে যাব।
দেখব সত্যি সত্যি সুন্দর কিনা।
যদি সুন্দর হয় আমি গলায় পরব।
গলায় পরে বলব, সবচেয়ে সুন্দর ফুলটি পরেছি এখন আমায় কে ভালবাসবে এসো।
(২) তুমি অনন্যা
তোমার হাতের লেখা সুন্দর তোমাকে আমি ভালবাসি।
তোমার হাতের লেখা যদি আরো সুন্দর হত আরো বেশি ভালবাসতাম।
তোমার হাতের লেখা কবে আরো সুন্দর হবে?
আমি আশা করি, আগামী মাসের মধ্যেই তোমার হাতের লেখা সবকিছুকে ছাড়িয়ে যাবে।