(১) সুখ পাখি
এ পৃথিবীতে সুখ নেই।
সুখ আছে অন্য পৃথিবীতে।
সে পৃথিবীতে যাব।
বলব, সুখ তুমি আমার হও।
যদি সুখ আমার হয় বলব, আমার মত সুখী আর কেউ নয়।
তখন সুখ আমাকে একটি ফুল দিতে আসবে, আমি তাকে একটি ফুল দেব।; আমাদের দিন আনন্দে যাবে।
(২) সুরঞ্জনা
আকাশকে প্রশ্ন করেছিলাম, তুমি কি চাও?
বলেছিল, সুরঞ্জনা'।
সেই সুরঞ্জনা একবার নয় দুবার নয় দশ বার আমাকে ভালবাসি বলেছে, আমি কি করব?