(১) স্বপ্ন
আমি স্বপ্ন দেখতে ভালবাসি।
সবচেয়ে সুন্দর স্বপ্নটি দেখেছিলাম গত রাত, আমার অনেক আনন্দময় সময় কেটেছে।
শুনেছি আফ্রিকা মহাদেশে এক সুন্দরী নারী আছে, আমি তাকে নিয়ে স্বপ্ন দেখব।
সে স্বপ্ন যদি সত্যি হয় আমি হব পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ, ঈশ্বরকে বলব এমন স্বপ্ন বার বার দেখাইয়ো।
(২) তুমি আমার নীল নদী
তুমি আসলে ফুল ভাল লাগে, তুমি আসলে নদী ভাল লাগে, তুমি আসলে ঝর্ণা ভাল লাগে।
সবচেয়ে বেশি ভাল লাগে মহুয়াকে যে আমাকে অনেক ভালবাসে।
তুমি যদি না আস কিছুই ভাল লাগেনা।
তুমি কবে আসবে বল সেদিন আমি পৃথিবীর সবচেয়ে দামী ব্র্যান্ডের গহনা পরে দাঁড়িয়ে থাকব।
( ৩) তুমি আমার মন দোলা
কিছু কথা আছে বলা যায়না।
কিছু গান আছে গাওয়া যায়না।
কিছু ছবি আছে ছোঁয়া যায়না।
আমার শুধু ভাল লাগে ফুল। ফুল কেন আমার এত ভাল লাগে তুমি আমাকে বল। কারন, তুমি আমার মনের সই।
(৪) তুমি আমার নীল পাখি
তুমি হঠাৎ পাওয়া ফুল, আমার কানের দুল, আমার দুটি চোখে দুটি তারা।
সেই তুমি আমাকে ভালবাসলেনা।
তুমি কেন আমাকে ভালবাসলেনা সে কথা বল।সে কথা নিয়ে আমি কবিতা লিখব।নিশ্চয়ই সে কবিতা অনেক গভীর হবে।
(৫) তুমি আমার বিশালতা
আমার কেন তোমাকে ভাল লাগে কেউ জানতনা। জানত শুধু সবুজ। সেই সবুজ আজ মারা গেছে। আমার তাতে কি পরিমাণ দুঃখ হচ্ছে তা আমি কেমন করে বোঝাব।
(৬) সুন্দর ফুল
ফুল ভালবাসেনা এমন লোক পাওয়া যাবেনা।
সবচেয়ে সুন্দর ফুলটি ভালবেসেছিল সুধীন্দ্র।
সে আজ মারা গেছে।
তাতে আমার ভীষণ দুঃখ হচ্ছে।
সে যদি আজ বেঁচে থাকত সে ফুলটি সে আমাকে উপহার দিত।আমি হতাম পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ।