আমি যার পথ চেয়ে থাকি তার নাম সুরঞ্জনা।
সেই সুরঞ্জনা বলেছে, কাল আসবে।
আমার তাতে কি পরিমাণ আনন্দ হচ্ছে আমি তা কেমন করে বোঝাব!
সুরঞ্জনাকে বলেছি তুমি যদি কোনদিন চাঁদের দেশেও যাও আমাকে সাথে করে নিয়ে যেও। কারন, সুরঞ্জনার সঙ্গ ছাড়া আমার কিছুই ভাল লাগেনা।
সুরঞ্জনাকে বলেছি, কখনও কাঁটা তারের বেড়ায় না উঠতে।কারন, কাঁটা তারের বেড়ায় উঠলে যদি তার কিছু হয় আমি কি নিয়ে বাঁচব?
এ পৃথিবীতে কোন যুদ্ধ নেই। যুদ্ধ আছে শনির দেশে।সেটা, 'তোমাকে' পাওয়ার যুদ্ধ । এ যুদ্ধের আমি একজন সারথী।
(রোমান সম্রাট) সিজারের মৃত্যুুতে অনেক শোকের সৃষ্টি হয়েছিল। আমার মৃত্যুতে এত শোকের সৃষ্টি হবে কিনা জানিনা ।শুধু জানি , সুরঞ্জনাকে আমার চাইই চাই।