(১) সবজান্তা শমসের
আমরা বুঝি আর আংগো বাইর খালেকে বুইঝতো
(২) যাহা বাস্তব তাহাই নিরেট
আমার ফোনে কখনও ফোন আসেনা।সেই কবে ফোন এসেছিল তাও মনে নেই।মাঝে মাঝে দু একটি কল আসলেও বলে ভুলে মিস কল ঢুকে গিয়েছে।
এমনি করে কি দিন যায়? এমনি করে দিন যায়না।আমাকে একটি হাইড্রোমিটার এনে দাও এর কারন খুঁজে বের করি।ফোন যে আসতেই হবে।