সেতু, তোমাকে আমি ভালবাসি।
অথচ তুমি আমাকে ভালবাসলেনা।
এ আমার কি?
এ আমার দুঃখ।
আমার এ দুঃখ দূর হবে কিভাবে?
তুমি আমাকে ভালবাসলে।
যেদিন তুমি আমাকে ভালবাসবে সেদিন ফুল ফুটবে।
সেদিনটি কবে একবার বল।
তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখেছি, ছবি এঁকেছি।
সব কিছুতে তুমি জল ঢাললে।
কেন এমন করলে একবার বল।
সুদূর আফ্রিকায় আমি কোনদিন যাইনি।
তোমাকে পেলে একবার যেতাম।
তুমি কি যাবে একবার বল।