জন্ম থেকে একটি নাম ভাবছি।
সেটি তুমি।
আজ তুমি আসলে।
যেন আমি আনন্দ সাগরে ভাসলাম।
অথৈ সাগরে আমি ডুব দেই, তোমাকে পেতে।
তুমি ছিলে গন্ধরাজের আগায় সেখান থেকে তোমায় আমি তুলে এনেছি।
তুমি যদি পিক্ গাছের শীর্ষে থাক সেখানেও আমি থাকব।
অলিম্পাসের চূড়ায় ১০টি পাখি গান করে তার একটির গান আমি শুনি।
তুমি ছিলে তুমি থাকবে।
তোমাকে পেয়ে আমি যেন রবিঠাকুরের 'আফ্রিকা' ঘুরে এলাম।