সকালে তুমি, বিকেলে তুমি, সন্ধ্যায় তুমি, সারাক্ষণ শুধু তুমি শুধু তুমি এই হল গান।অথচ তুমি আমার ডাকে সাড়া দাওনা। কেন সাড়া দাওনা জানিনা।শুধু জানি আমি তোমাকে ভালবাসি যে ভালবাসার নেই কোন শেষ। একবার বল সাড়া দেবে কি। যদি না দাও যাব যে মরি।

তোমার সাড়া পাব বলেই কি ঘুরেছি হাজার  হাজার পথ আমায় বললেনা।
তোমার সাড়া পাব বলেই কি একদিন উন্মুক্ত জলরাশীর কাছে গিয়েও ফিরে এসেছি?

তোমার সাড়ার আশা কে করে?  কেউ করুক আর না করুক আমি করি তুমি সাড়া দাও।

তোমার সাড়া পাব বলে একদিন বিশালকায় জলহস্তির গায়ে কাদা মেখেছি।
তোমার সাড়া পাব বলে একদিন হাঁটতে হাঁটতে বহুতদূর গিয়ে দেখি সেখানে কোন পথ নেই।

তোমার সাড়ার জন্য একটি রাত' মনে হয় দশটি রাত দশটি রাত' মনে হয় হয় একশ'
রাত।

শুধু তোমার সাড়ার জন্য তোমার সাড়ার জন্য ওহে মোর প্রিয়।

তুমি যদি সাড়া দিতে কতইনা ফুল ফুটত: ফুল ফুটত গাছে, ফুল ফুটত মাছে, ফুল ফুটত আকাশে।

তোমার সাড়া পাওয়ার আশায় একটি মশকি জেগে আছে সাড়ে তিনশ বছর।

তুমি কি সাড়া দেবেনা? সাড়া দাও সাড়া দাও ওহে মোর প্রিয়।