(১) সেন্ট হেলেনা
সেন্ট হেলেনা দ্বীপে কোন মানুষ নাই।
সেখানে শুধু ঘুঘু পাখি।
ঘুঘু পাখির ডাক শুনলে ঘুম এসে যায়।
আমি যদি একবার সেন্ট হেলেনা দ্বীপে যেতে পারতাম কতইনা আনন্দ হত।
(২) গোলাপ ফুল -১২
প্রতিদিন সকাল হলেই গোলাপ ফোটে।
আমি সেটি হাতে লই।
বলি, গোলাপ তুমি কত সুন্দর!
গোলাপ আমাকে ধন্যবাদ দেয়।
সকালটি আমার বহুত আনন্দে যায়।