তুমি আকাশ চাও আকাশ দেব, পাথার চাও পাথার দেব ; শুধু বল আমাকে ভালবাসবে কিনা।তুমি আমাকে ভালবাসলে আমি পৃথিবী উথাল পাথাল করে ফেলতে পারি।
হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে ভালবাসব।
সত্যিই আমি পৃথিবী উথাল পাথাল করে ফেলব।
এবার বল গতরাতে কি খেয়ে ঘুমিয়েছিলে?
আমি নোনতা খেয়ে ঘুমিয়েছিলাম।
কেন নোনতা খেয়ে ঘুমালে! তুমি আমার নাম নিতে পারলেনা! আমার নাম নিয়ে ঘুমালে ভাল ঘুম হত।
জানি তুমি গুণ পোকা পোকা পছন্দ করনা তারপরও গুণ পোকা তোমাকে কামড়ে দিয়েছিল।
আমি গুণ পোকা' এমনভাবে দেশ ছাড়া করব যা সে চিন্তাও করতে পারেনি।
তোমার এমন কোন নাম আছে যা তুমি অনেক পছন্দ কর কিন্তু কেউ তোমাকে সে নামে ডাকেনা।
আমার একটি নাম আছে 'শিবানী '।
আমি এখন থেকে তোমাকে শিবানী নামেই ডাকব।