গোলাপ ফুল সুন্দর
গোলাপ ফুল হাসে
গোলাপ ফুল গান গায়
গোলাপ ফুল ছবি আঁকে
গোলাপ ফুল করেনা এমন কোন কাজ নাই; অথচ তুমি আমার সেই গোলাপ নয় যেই গোলাপ  আমি ভালবাসি। সেই গোলাপ কি? লাল রক্তমাখা গোলাপ। এমন একটি গোলাপ কি পৃথিবীতে আছে?  থাকলে এক্ষুণি এনে দাও।