(১) প্রদীপের দেখা পাইনা

হতে পারে তুমি সবচেয়ে সুন্দর ফুল।
হতে পারে তোমার নাম অনামিকা।
হতে পারে তুমি প্রতি রাতে আকাশ দেখ।

তুমি আসলে এক কণ্টকময় ভুজংগ।

সে ভুজংগকে আমি প্রতি ক্ষণে না বলি।



(২) সুখ পাখি

সুখের সন্ধানে কত দেশ ঘুরেছি।ঘুরেছি লন্ডন, আমেরিকা, ফ্রান্স, স্পেন।
সুখ পাইনি।

জানি, মঙ্গলে একটি দেশ আছে। সেখানে নাকি সুখ আছে।
আমাকে যে করেই হোক সেখানে যাওয়ার ব্যবস্থা করে দাও।