সকাল হলেই প্রশ্ন জাগে, সে আসবে কিনা।
পরের দিন সকালেও প্রশ্ন জাগে, সে আসবে কিনা।

এমনি করে দিন যায়।


          যদি সে আসতো!