আমি ঢাকা যাই; প্রিয়াকে খুঁজি।প্রিয়া নাই।
প্রিয়া কোথায় গেছে? নিশ্চয়ই মোগাদিসু গেছে। সেখানে যাই; প্রিয়াকে খুঁজি।সেখানেও প্রিয়া নাই।
তাহলে প্রিয়া কোথায় গেছে? প্রিয়া আমার হারিয়ে গেছে;
ঈশ্বর তুমি আমার প্রিয়াকে আনার ব্যবস্থা কর; প্রিয়াই শান্তি, প্রিয়াই মুক্তি।