এইতো সেদিন তুমি হাসতে।
এইতো সেদিন তুমি গাইতে।
এইতো সেদিন তুমি ছবি আঁকতে।
আজ আর হাসনা, গাওনা, ছবি আঁকনা।
কেন?
তোমার মন খারাপ।
কেন?
কোন একজন তোমাকে ভালবাসবে বলেও ভালবাসেনি।
আমি তোমাকে ভালবাসব; তুমি আমাকে কি দেবে?
আমি তোমাকে ফুল দেব।
দাও, ফুল' দাও।
ধর ফুল' নাও।
আমি তোমাকে সত্যিই ভালবাসি।