আমি একটি ফুল ভালবেসেছিলাম। কিন্তু ফুলটি আমাকে ভালবাসেনি।
তখন আমার মন চাচ্ছিল, ফুলটি ছিঁড়ে ফেলি।কিন্তু ফুলটি আমি ছিঁড়িনি।কারন, আমি আশায় ছিলাম ফুলটি যদি কোনদিন আমাকে ভালবাসে।
ফুলটি আজ আমাকে ভালবাসার কথা বলেছে।এতে আমার ভীষণ আনন্দ হচ্ছে।
আজ মন হচ্ছে ফুলটি সেদিন না ছিঁড়ে ভালই করেছি।
( ২) ভালবাসার গান গাই
মরার আগে মরতে চাই
শুধু ভালবাসতে চাই
কেউ আমাকে বলুক ভালবাসি
বলব, পরব মরণ ফাঁসী।