পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুল তুমি।
তোমাকেই ভালবাসি।
তোমাকে পেলে বলি, সব পেয়েছি।

আকাশে তারা ফুটে, পাহাড়ে ঝর্ণা ফুটে ; সব তোমার কথা বলে। তোমাকেই ভালবাসি।

মাথার উপরে ফ্যান ঘুরে। অনেকের কথা মনে পড়ে। সবচেয়ে বেশি মনে পড়ে তোমার কথা।

দন্তবিদ হরিণাথ রায় অনেক দাঁত দেখেছেন। সবচেয়ে সুন্দর তোমার দাঁত।তোমাকেই ভালবাসি।

জন কীটসের শখ ছিল ফুল নিয়ে কবিতা লেখা। তোমাকে দেখলে তোমাকে নিয়েই কবিতা লিখতেন।

পথ দিয়ে সুন্দরী যায়, ফুলেরা হাসে।সবচেয়ে বেশি হাসে তোমাকে দেখলে।

বনলতা সেন  তিন দিন তিন রাত গল্প করেছিলেন।সবচেয়ে বেশি বলেছিলেন তোমার কথা।



    এ জীবন যেদিন ফুরিয়ে যাবে সেদিন একটি ফুল খুঁজব।সেদিন তুমিই জীবনের সবচেয়ে সুন্দর পাওয়া হিসেবে উপস্থাপিত হবে।