(১) তোমার নাম

জানি তুমি সুন্দর
জানি তুমি গান গাও
জানি তুমি ছবি আঁক
জানি তুমি নিদ্রা যাও।
জানি আমি সবই জানি
শুধু জানি না তোমার নাম কি।একবার যদি সে নাম বলতে

তোমার নামের মাহাত্ম্য জানব বলেই কি আমি বসেছিলাম কালকিনী নদীর  পাড়ে হাজার রছর সে কথা আমি জানিনা।তারপরও বলছি তুমি যদি  একবার আমায় তোমার  সে নাম বলতে।

শিশুগুলো মই নিয়ে দৌড়াচ্ছে আর কি যেন বলছে। বলছে সম্ভবত  তোমার সে নাম রূপবতী, গুণবতী, অনন্যা,অতিথি পাখি । তুমি যদি একবার আমায় তোমার সে নাম বলতে।

(১) তুমি সুন্দর

তুমি সুন্দর তাই ফুল ফোটে
তুমি সুন্দর তাই চাঁদ ওঠে
তুমি সুন্দর তাই পাখি গায়
তুমি সুন্দর তাই নদী ছোটে
তুমি সুন্দর তাই ঝর্ণা বয়
তুমি সুন্দর তাই কথা কয়
তুমি সুন্দর তাই এদিক ওদিক সব দিক চাই
তুমি সুন্দর তাই নাই ' এমন কিছু নাই '
তুমি সুন্দর তাই ' তোমার হয়না কোন তুলনা '
তুমি কত সুন্দর সে একমাত্র আল্লা মাবুদই ভাল জানে।