সে ফুলটির নাম বল যেটি সবচেয়ে সুন্দর।
সেটি তুমি।
বলি, তোমার নামের চেয়ে সুন্দর নাম আর নেই।
কেউ ছিলনা, আমি ছিলাম।
সে কথা তোমাকে বলি।
কাল যে ছিল সেও সুন্দর ছিল, কাল যে আসবে সেও সুন্দর।
সুন্দর চিরদিন বেঁচে থাক্।
'সুন্দর' 'সুন্দর' 'সুন্দর '।
সুন্দরের তিন নাম। সে নাম আমি মুখস্থ করি।
যারা যারা সুন্দরী তাদের তালিকা তৈরি কর।
একটি করে ফুল হাতে ধরিয়ে দেব।
যে পৃথিবীর গান সুন্দর সে পৃথিবীর সুর ধরি।
বলি,সুন্দর না হলে কি হয়?