(১) রবীন্দ্রনাথ
প্রাণের কবি গানের কবি দানের ছবি হে
তুমি আমার মনোবীণার সুর বাঁশি যে।
কি কথা তোমাকে শুধাই?
শুধু তোমার সুর খুঁজে পাই;
সে কথা শুধাই আমি রবি-শশীরে।
(২) আকাশ ভরা ফুল
আকাশ ছিল নীল। সেদিন ছিল শুক্রবার।
তুমি আসলে। কি ভাল লাগে!
তোমায় নিয়ে জোছনা দেখি, তোমায় নিয়ে চাঁদ আঁকি।
তুমি ঝরলে।কি ভাল লাগে!
তুমি গায়িকার গায়িকা, তুমি নায়িকার নায়িকা।
তুমি নাচলে । কি ভাল লাগে!
তোমায় নিয়ে বেড়াতে যাই, তোমায় নিয়ে ঘুরতে যাই।
তুমি হাসলে। কি ভাল লাগে!
ভাল লাগে ফুল, ভাল লাগে সুন্দর।
সবচেয়ে সুন্দর তুমি।
তোমাকেই বলি, সুন্দরের রানী।