জুলিয়া রবার্ট তুমি কোথায় আছ বল।আমি সেখানে যাব।দেখব তুমি কি কর।তুমি যদি কাউকে ফুল দাও বলব, এ ফুলটি তুমি আমাকে দিয়েছ।কারন, তোমাকে ফুল দেয়াই মানায়।
তোমাকে আমি কত ভালবাসি কেমনে বোঝাব? তোমাকে দেখলে ভাল লাগেনা এমনকি আকাশের ঈগল পাখিও।
তুমি কেন এত সুন্দর?
ও বুঝেছি তুমি বুঝি রাত্রি জেগে কবিতা লিখতে, আর সে কবিতায় অনেক সুর ছড়ানো থাকত।
তোমার নামে কবিতা লিখে কবি মরে গিয়েছেন।কারন, কবির মনে হয়েছে কবি মনের মত কবিতাটি লিখতে পারেননি। কারন তুমি বলেছিলে, তুমি কবির দরজায় এসে দাঁড়িয়ে থাকবে আর দাঁত কাটবে। তুমি সে কাজটি করোনি।আর তাইতো কবি মনের মত কবিতা' লিখতে পারেননি-
তুমি এমন কথা কাউকে দিয়োনা যে কথা তুমি রাখতে পারনা।