একুশে ফেব্রুয়ারি এলেই কাদের কথা মনে পড়ে?
" 'সালাম' 'বরকত' 'রফিক' 'জব্বার ' "।
তারা কি করেছিল?
বুকের রক্ত দিয়েছিল, অনেক ঘাম ঝরিয়েছিল।
আমরা তাদের কি করি?
ফুলেল শুভেচ্ছা জানাই।
শুধু ফুলেল শুভেচ্ছা জানালেই হবে?
তাদের কবরে মাটি দিতে হবে। তাদের কবর ভাল করে মাটি দিয়ে ভরাট করে দাও।