তুমি সুন্দর তাই চেয়ে থাকি
তুমি সুন্দর তাই গান গাই
তুমি সুন্দর তাই ছবি আঁকি
তুমি সুন্দর তাই করিনা এমন কিছু নাই

তুমি কেন এত সুন্দর একবার বলবে কি?

তুমি সুন্দর বলেই গতকাল রাতে চাঁদ উঠেছিল বিশাল বড় হয়ে?
তুমি সুন্দর বলেই কি সূর্য অস্ত যাওয়ার আগে কিছুক্ষণ কথা বলেছিল?
তুমি সুন্দর বলেই কি দূরের মহিষগুলি ঘাস খায় ধীরে সুস্থে?
তুমি সুন্দর বলেই কি দীপ্ত পায়ে হেঁটে চলে  পাহাড়ি ইঁদুর ?
তুমি সুন্দর বলেই কি এই পৃথিবীতে কোন গান নেই সব গান হারিয়ে গেছে দূর পাহাড়ের বনে?

তুমি সুন্দর তুমি সুন্দর এই হল কবিতা অথচ তুমি আজও বুঝলেনা।

তুমি সুন্দর এই কথাটি আছে বলেই আমি বেঁচে আছি মরে গেলে আমিও মারা যাব।

তুমি সুন্দর তুমি সুন্দর তুমি চিরদিনই এমনি করে সুন্দর থেকো।