তুমি এমন একটি ফুল যা বার বার হাতে লইতে ইচ্ছে হয়।
কেন?
তুমি অনেক সুন্দর।
তোমাকে হাজার বছর ভালবেসেছিলাম।আজ আবার ভালবাসলাম।
বলি, এ আমার অমর কবিতা।
জন কীটস অনেক কবিতা লিখেছিলেন।
সবচেয়ে সুন্দর, গোলাপের ঘ্রান সুন্দর।
সেটিও তোমার কাছে হার মেনেছে।
বাদশা হারুন তার সভা মঞ্চের চারিদিকে ফুল সাজিয়ে রাখতেন।
তুমি থাকলে তোমাকেই শোভা হিসেবে বেছে নিতেন।
চলমান গাড়িতে করে অনেক ফুল যায়। তুমি থাকলে তুমিই শ্রেষ্ঠ ফুল হয়ে উঠতে।
আমি চাঁদের কাছি প্রশ্ন রাখি সবচেয়ে সুন্দর কি?
বলে, তুমি।
চাঁদ, সূর্য কিচ্ছু ভাল লাগেনা। ভাল লাগে তোমাকে। তুমি যদি চাঁদ, সূর্য হতে সারাদিন চেয়ে থাকতাম।
আমি তার (সেলিনা)নাম রেখেছিলাম ছলনা।সে বলে, তুমি থাকলে সে আর ছলনা হয়ে উঠতনা।
একদিন কিউবা যাব।সেখানে ফুল দেব আর নেব।আর বলব, সবচেয়ে সুন্দর ফুলটি আমার হয়েছে।