নদীর নামে ছবি আঁকি।
নদীর নামে গান গাই।
নদীর নামে পত্র লিখি।
সেই নদী থাকে লক্ষার পাড়।
আমি সেখানে কেমন করে যাব?
আমাকে একটি দু চাকার নৌকা এনে দাও আমি সেখানে যাব।
নদী বলেছে সে আসবে।
সে আসবে এক থোকা গোলাপ ফুলের শুভেচ্ছা নিয়ে।
সে শুভেচ্ছা আমি কোথায় রাখব?
সে শুভেচ্ছা আমি আমার ড্রয়িং রুমের সিন্ধুকে রাখব যেখানে অনেক টাকা-পয়সা জমা।
নদী যদি কোনদিন বলে, এসো দু'ঘন্টা নিরলে সময় কাটাই।
আমি এমন সময় দেব যে সময়ের কোন৷ তুলনা নাই।
নদীকে একদিন বলেছিলাম, তুমি হেসোনা।
কিন্তু সে এমনভাবে হেসেছিল যার কোন তুলনা নেই।
আজ সে হাসি নিয়ে কবিতা লিখতে ইচ্ছে করতেছে।