এই নদী ভালো লাগে। এই নদীর সুর সুন্দর। এই নদী কুলুকুলু আওয়াজ তোলে।
নদী হলে কিনা হতো?
আমিও একদিন নদী ছিলাম। সেদিন আকাশে, পাহাড়ে ফুল ফুটত, সাগরে- হাওরে ঢেউ উঠতো।
আমি আবার যেদিন নদী হব সেদিন শুধু 'তোমার ' কথা বলব। সে কথা, তুমি আমার। সে কথা শুধু নদীকে নিয়ে।
নদীরও দুঃখ আছে। সে দুঃখ, বুক ভরা জল।সে দুঃখ আমার সবচেয়ে বড় কবিতার খোরাক।