(১) নীলাঞ্জণার হাতে শাখা
তুমি যেদিন প্রথম কথা বলেছিলে সেদিন তোমার কি নাম ছিল?" ফুল"।
আজ তুমি আরও সুন্দর আজ তোমার নাম কি? আজও ফুল।
একদিন তুমি অনেক কথা বলবে সেদিন কি নাম হবে? সেদিনও ফুল।
আসলে ফুলটি খুব সুন্দর।
সে ফুলটি আমি হাতে লই।
(২) পাখি' উড়ে চলে বিল ঝিলে
ঐ আকাশটা সুন্দর। আকাশটা' ভালবাসি।
বলি, তুমি আরও সুন্দর হও আরও ভালবাসতে।
নদী সুন্দর। নদীকে ভালবাসি।
বলি, তুমি আরও সুন্দর হও আরও ভালবাসতে।
ফুল সুন্দর। ফুল' ভালবাসি।
বলি, তুমি আরও সুন্দর হও আরও ভালবাসতে।
তুমি আসলে সুন্দর নও।তুমি হলে cuckoo।
তুমি আরও সুন্দর হও আরও ভালবাসতে।