(১) নীল প্রজাপতির গান
কোন বাগানের ফুল সুন্দর জানিনা।শুধু জানি তুমি সুন্দর। তুমি এত সুন্দর যে তোমার কোন তুলনা নেই। কোন কবি যদি তোমাকে দেখতেন তাৎক্ষণিক কবিতা লিখে ফেলতেন।
তোমাকে দেখলে মোনালিসা চুপ হয়ে যেতেন। বলতেন, সে হাসুক।
আমি যেখানেই যাই তোমার কথা ভাবি।তুমি নতুন হয়ে আস।তোমার নাম হয়, সুন্দরের সুন্দর ।
(২) আমি তোমাকে চাই
আমি আকাশ হতে চেয়েছিলাম, হতে পারিনি।
নদী হতে চেয়েছিলাম, হতে পারিনি।
হয়েছি তোমার।
তুমি আমাকে কি দেবে?
তোমার কানের সবচেয়ে সুন্দর ফুলটি উপহার
দাও।
(৩) তোমার কানের দুল
তোমার কানের দুল সুন্দর।
তোমার কানের দুল' কি আমায় দেবে?
তোমার কানের দুল পেলে বলব, এ পৃথিবীতে আমার আর কোন চাওয়া নেই।
আমি যেদিন সাতপরীদের দেশে যাব সেদিনও তোমার কানের দুল চাইব।তোমার কানের দুল ছাড়া যে সাতপরীদের দেশ সফরও আনন্দদায়ক হয়না।