তোমাকে আমি কত ভালবাসি তা তুমি জান? জানি জাননা।যদি জানতে ফুল দেখলে হাসতে, পাখি দেখলে গাইতে, নদী দেখলে বয়ে যেতে। আজ কিছুই করনা। তার মানে - তুমি জাননা। তুমি কেন জাননা, তোমাকে জানতে হবে! না জানলে যে মিছে হয়ে যাবে এই পৃথিবী, ধরনী, ধরনীর ভালবাসা। তুমি যেখানেই যাবে ফুল, পাখি আর নদীর গান গাইবে দেখবে সবকিছু জানবে, এমনকি জানবে এই মনের খবর যে তোমাকে ভালবাসে।
তোমার চেয়ে সুন্দরী কেউ আছে? কেউ নেই, তুমিই এই পৃথিবী অবলা, অচলা, ক্ষিতি, পৃথি, ধরা।তোমাকে নিয়েই কবিতা লিখব, লিখব," সে কেন এত সুন্দরী হল, সুন্দরী না হয়ে অন্য কিছু হতে পারলনা তাতেই তো আমি মরে যেতাম!"