(১) মোনালিসা

মোনালিসার হাতে একটি ফুল ছিল।
সেটি নিল ভিঞ্চি।
আঁকল তার ছবি।
সে ছবি আজ বিশ্বময়।

মোনালিসা যদি না ন থাকত আমি কি করতাম?
ঝিমিয়ে ঝিমিয়ে বসে পড়তাম।
আজ মোনালিসা আছে, কত শান্তি।
মোনালিসা তুমি বেঁচে থাক।

মোনালিসাকে দেখে রবিন বলেছিল, ভালবাসি।
সে কথা আমি মুখস্ত করি।

মোনালিসার আগে ও পরে অনেক নাম আছে।
সবচেয়ে সুন্দর 'মোনালিসা '।
আমি বলি, এ নামটিই থাক্।

মোনালিসা প্রথমে বসেছিল ডালে, পরে পাতায়, শেষে ফুলে।
আমি বলি, প্রথমে কেন ফুলে বসলেনা?





(২) কৃষ্ণচূড়ার ডালে ফুলটি খুব সুন্দর


আমি হাঁটতে হাঁটতে লন্ডন গেলাম।
আমি হাঁটতে হাঁটতে বাগদাদ গেলাম।
আমি হাঁটতে হাঁটতে বেইজিং গেলাম।
কোথাও তুমি নাই।

শেষ পর্যন্ত আমি বৃন্দাবন গেলাম। সেখানে তোমাকে পেলাম। তোমাকে পেয়ে বলি, বৃন্দাবন তুমি সুন্দর ।