একদিন মরন এসেছিল।
সে আমাকে প্রশ্ন করেছিল, তুই কি পরপারে যেতে চাস?
আমি বলেছিলাম, হ্যাঁ।
তখন আমার মৃত্যু হয়েছিল।
তখন যে কত আনন্দ হয়েছিল তা কেমন করে বলব!
এখন আমার কেবল মনে হয়, বার বার মৃত্যু হওয়া উচিত।
বার বার মৃত্যু হলে দুঃখ থাকেনা।
ও পাড়ার সখিনা ১০১ বার মরেছিল, তার কোন দুঃখ নেই।
আমার কবে ১০১ বার মরার দিনটি আসবে?