তোমার জন্য এ জীবন তোমার জন্য মরণ; সেই তুমি আমাকে ভালবাসনা, এখন আমি কি করি? এখানে একটি ফুল আছে। এ ফুল আমি তোমাকে দিলাম।তুমি বল তুমি আমাকে ভালবাসবে কিনা। যদি না বাস আমি মরে যাব। গতকাল  আমি যখন সিংহল গিয়েছি তখন তোমাকে প্রাণেপনে খুঁজেছি।তুমি আমাকে বল তুমি আমাকে ভালবাসবে কিনা। যদি না বাস আমি মরে যাব।

আমি মরব কিনা তা কি পরীক্ষা করে দেখতে চাও? এই যে দেখ হাতে রামদা নিলাম। এটা দিয়ে নিজের পায়ে নিজে কুড়াল মারব আর মরে যাব। তুমি কি জানতে চাও সে মরন কেমন হবে?  সে মরণ হবে মধুর চেয়েও মধুর, যে মরণ কেউ মরেণি।

এই যে দেখ রামদা দিয়ে নিজের পায়ে নিজে মারছি  কুড়াল।সে কুড়াল বুকে আঘাত করছে।আর শুধু রক্ত ঝরছে।