এইভাবে ভালবাসা হয়না।ভালবাসা পেতে হলে ভালবাসা দিতে হয়।অথচ তুমি ভালবাসা দিলেনা। তাহলে ভালবাসা হবে কি করে। তুমি কাল নদীর ধারে এসো দেখি কতটুকু ভালবাসা দেওয়া যায়।যদি ভালবাসা না দেওয়া যায় দুজনেই নদীতে ঝাঁপিয়ে পড়ব।
নদীতে ঝাপ দেওয়ার আগে নদীর পানি পরীক্ষা করে নেব দেখব নদীর পানি মিষ্টি কিনা।তানাহলে ঝাঁপ দিয়ে কি হবে। তুমি এসো দেখি কতটুকু ঝাঁপ দেওয়া যায়।
ঝাঁপ দেওয়ার আগে আরও একটা বিষয় পরীক্ষা করে নেব তুমি আমাকে কতটুকু ভালবাস তানাহলে ঝাঁপ দিয়ে কি হবে, সে কথা তো তুমি ভাল করেই জান।