তোমার চোখের ভাষা বোঝা বড় কঠিন। ও চোখ দিয়ে তুমি কি বল কিছুই বোঝা যায়না।একদিন বললাম, ও চোখ দিয়ে তুমি কি বল? বললে, ভালবাসি।আসলে তুমি ভালবাসনা তুমি কর ঘৃণা। কারণ ও চোখের ভাষা বড় তীক্ষ্ণ। তুমি ও চোখ উপড়ে ফেল।না না আমি এ চোখ উপড়ে ফেলবনা, উপড়ে ফেললে আমি বাঁচব কি করে! তাহলে তুমি ও চোখ কি করবে? সযতনে রেখে দেব। তাহলে তুমি তোমার চোখ নিয়েই থাক।
এখন তুমি নিয়মিত চোখ ঘষ আর বল, এ চোখ আমি কি করব, এ চোখ আমি কি করব? সত্যিই বলছি তুমি ও চোখ উপড়ে ফেল। চোখ উপড়ে ফেলাতো সম্ভব নয়।তাহলে? এ চোখ আমি আলতো করে এক জায়গায় রেখে দেব। তাহলে রেখে দাও।
এতক্ষণে ভালবাসা পূর্ণতা পেল।