(১)কৃষ্ণচূড়া

মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি।
সেটির নাম কৃষ্ণচূড়া।
সেটি যদি আমাকে কেউ দিত আমি তাকে বলতাম, আমি তোমাকে ভালবাসি।

সেটি যদি অথৈ সাগরের মাঝখানে ফুটত আমি গিয়ে সেটি নিয়ে আসতাম।সেটি নিয়ে হাসতাম, খেলতাম, ছবি আঁকতাম।সেটিকে বলতাম, তোমার জন্যই আমার এ জীবন। জবাবে সেটি যদি বলত, নানা আমি তোমাকে ভালবাসিনা।আমি বলতাম, তুমি আমার না হলে আমি মারা যাব।

(২) তুমি আমার শুকতারা

শুধু যে তোমাকে চাই, শুধু তোমার গান গাই
তুমি ছাড়া এ জীবনে কোন চাওয়া নাই।
তুমি আমায় একবার বল :আকাশ, বাতাস, সাগরের ঢেউ
আমি মরে যাব, বলব :এ জীবনে নেই আর কেউ।

তুমি শুধু হেসেছিলে, নীল আকাশের হাসি।
সেই হাসির জন্যই আমি পরতে পারি ফাঁসি।
কবে তুমি বলবে এসে, বাজাও সেই বাঁশি

(৩) একটি অনন্য প্রেমের কবিতা

আমাকে কোথাও পাবেনা; আমাকে পাবেনা নদীর ধারে, আমাকে পাবেনা পাহাড়ের কাছে, আমাকে পাবেনা শ্যামলির হাটে।

আমাকে শুধু পাবে তোমার কাছে, যেখানে অনেক ফুল ফোটে।
তার একটি ফুল বলেছিল, ভালবাসি।
সে আজ হাসছে।