এমন একটি দিন দাও, যেটি সবচেয়ে সুন্দর।
সেদিন তুমি আসবে।
বলবে, ভালবাসি।
সে মালা আমি গায়ে মাখব।
তোমায় নিয়ে কবিতা লিখেছিলেন কীটস্।
সে কবিতা আমি পড়িনি।
আজ পড়লাম; যেন আকাশের দক্ষিণ তারা।
তোমার নামে শূরা পান করি।সেখানে তুমি আস।জিব্রান বলে, মদির লহরী।
১টি নয়, ২টি নয়, ৩টি ফুল আমি ভালবাসি। তার একটি তুমি। তোমাকে নিয়েই কবিতা লিখি।
কুয়াকাটার সূর্যকে প্রশ্ন করি, তুমি ডুবে যাও কেন?
বলে, তাকে আমি দেখেছি।
এভাবেই দিন যাক। এভাবেই দিন গেলে তুমি ডায়নার হাতের ফুল।
জৈষ্ঠ মাসে অনেক ফুল ফোটে। তার একটিকে ধন্যবাদ দিয়ে তুমি কোথায় যেন চলে যাও!